ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ৯, ২০১৫
বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করার দাবিতে মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের মানুষ।

বয়েজ অব বরিশাল (বব) নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগ মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ  মানববন্ধনে অংশ নেয়।



সংগঠনের সভাপতি সাজ্জাত সেরনিয়াবাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্নয় সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর জাকির হোসেন, বরিশাল বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ, বয়েজ অব বরিশালের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বিভাগীয় শহর বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে নামে একটি পরিপূর্ণ স্টেডিয়াম রয়েছে। কিন্তু স্টেডিয়ামটি সম্পূর্ণরুপে অকার্যকর হয়ে রয়েছে।

তারা বলেন, সব পদক্ষেপ গ্রহণ করে অতি শিগগির বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।