ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচের আগে শেষ অনুশীলন বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ম্যাচের আগে শেষ অনুশীলন বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (১০ জুন) সকাল ১০টায় ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত এক ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজে মাত্র একটি টেস্ট থাকায় ম্যাচের গুরুত্বটাও বেশি।

সেই গুরুত্ব অনুধাবন করেই ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক বাহিনী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। নেট-ব্যাটিংয়ে ঘাম ঝড়ান তামিম-মুমিনুল-মুশফিক-সাকিবরা।   জুবায়ের, তাইজুল, শুভাগতরা নেটে হাত ঘুরিয়েছেন। পেসাররাও দাপট নিয়ে বোলিং করেছেন অনুশীলনে।

অনুশীলনের ফাঁকে ম্যাচের উইকেট নিয়ে বিসিবির পিচ কিউরেটর গামিনীর সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেন বাংলাদেশ দলপতি (টেস্ট) মুশফিকুর রহিম।

অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। দলের সঙ্গে থেকে অনুশীলন দেখেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এ নিয়ে টানা তিন দিন ফতুল্লায় অনুশীলন করলো বাংলাদেশ দল। ভারত সিরিজকে সামনে রেখে গত ২০ মে মিরপুরে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু হয়। সেখানেই চলে টাইগারদের স্ট্রেন্থ-স্কিল ট্রেনিং। তবে ম্যাচের ভেন্যু ফতু্ল্লায় নিজেদের মানিয়ে নিতে রোববার (৭ জুন) থেকে সেখানে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।