ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় ভারতের ঘণ্টাখানেক অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ফতুল্লায় ভারতের ঘণ্টাখানেক অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বুধবার (১০ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত এক ম্যাচের টেস্ট সিরিজ।   ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার দুপুরে  ঘণ্টাখানেক ব্যাট-বলের অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেট দল।



দুপুর ২টা থেকে বেলা ৩টা অবধি অনুশীলনে ঘাম ঝড়ান কোহলি-রোহিত-হরভজনরা।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কালকের ম্যাচের উইকেটের পাশে নেটে ব্যাটিংয়ে মনোযোগ দেন কোহলি-রোহিতরা। একই নেটে বোলিং করেন ভারতীয় অফ স্পিনার  রবিচন্দ্রন  অশ্বিন, হরভজন সিং ও লেগ স্পিনার করন শর্মা।

ঘাম ঝড়ান পেসাররাও।   ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন  ও ইশান্ত শর্মা লম্বা রান-আপে বল ছোড়েন। আর নেটে তাদের পেস সামলান কোহলি-রাহানে-বিজয়-রোহিতরা।

ব্যাটিং-বোলিং অনুশীনের ফাঁকে ফিল্ডিং অনুশীলনও সেরে নেয় সফরকারীরা। হরভজন ও বিরাট কোহলি স্লিপ ক্যাচিং অনুশীলন করেন। এদিন গ্লাভস হাতে উইকেটের পেছনে ছিলেন ঋদ্ধিমান সাহা।

অনুশীলন তদারকি করেছেন  টিম ডিরেক্টর ও একই সঙ্গে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়ে বাংলাদেশ সফরে আসা রবি শাস্ত্রী।

উল্লেখ্য, একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল (৮ জুন) সকালে  ঢাকায় পৌঁছে ভারতীয় ক্রিকেট দল। দুপুরে তারা মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।