ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচের চিন্তায় ফতুল্লার উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ৯, ২০১৫
কোচের চিন্তায় ফতুল্লার উইকেট ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: স্বাগতিক কোচ এবং অধিনায়কের চাওয়াতেই সাধারণত হোম কন্ডিশনের উইকেট তৈরী করা হয়ে থাকে। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছিলেন।

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ড্র করতে পেরেছিল সে ম্যাচেই।

কিন্তু ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট নিয়ে বিস্মিত টাইগার কোচ  চন্ডিকা হাথুরুসিংহে।

দলের হেড কোচ সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন কালকের (১০ জুন) ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে। বিশেষ করে ফতুল্লার উইকেটে ঘাস থাকায় তিন পেসার নাকি আট  ব্যাটসম্যান থাকবেন এই হিসেব এখনো মেলানো যাচ্ছে না। স্বাগতিক দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন হাথুরুসিংহেও।

তিনি জানালেন, ‘এমন উইকেট আমি খুব একটা দেখি না। সাধারণত স্বাগতিকরা হোম কন্ডিশনের উইকেট থেকে কিছুটা সুবিধা পেয়ে থাকে। সেখানে আগে দেখতে হবে আপনার শক্তির জায়গাটা কোথায়। বাংলাদেশ ব্যাটিং সম্মৃদ্ধ একটি দল। আর সেখানে যদি পেস-সহায়ক উইকেট হয়। তাহলে তো আপনাকে ভাবিয়ে তুলবে। ’

দলের একাদশ নিয়ে কোচ বলেন, ‘ফতুল্লার উইকেটে রয়েছে ঘাস। তাই আমরা সেরা একাদশ কিংবা সম্ভাব্য ১২ জনের নামও এ মুহূর্তে বলতে চাচ্ছি না। কাল (বুধবার) সকালে ঠিক করব। আর যদি ব্যাটিং সহায়ক উইকেট হয়, তখন টসটাও খুবই ভাইটাল হয়ে উঠে। তারপর আমাদের চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলা। পাকিস্তানের বিপক্ষে যেমনটি করেছিলাম। ছেলেরা সেখান থেকে শিক্ষা নিয়ে ভারত সিরিজেও ভালো করতে মুখিয়ে আছে।

টেস্ট ম্যাচে দলের কাছে প্রত্যাশা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা সর্বদা জয়ের লক্ষ্যেই মাঠে নামি। তবে টেস্ট ম্যাচ সম্পূর্ণ ভিন্ন। যেখানে একটি ‘ড্র’ জয়ের সমতুল্য হতে পারে। তবে ভারত অনেক শক্তিশালী দল। সে সঙ্গে তারা টেস্ট এবং ওয়ানডে ম্যাচের জন্য অনেক বড় অভিজ্ঞ একটি দল। যদিও বাংলাদেশ প্রতিদিন একটু-একটু করে উন্নতি করছে। আশা করছি, টেস্ট ম্যাচে আমরা ভালোই প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।