ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান টেস্ট দল ঘোষণা, ফিরলেন মোবারক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ১১, ২০১৫
লঙ্কান টেস্ট দল ঘোষণা, ফিরলেন মোবারক ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আবারো লঙ্কান টেস্ট দলে ফিরলেন জিহান মোবারক।

প্রায় আট বছর পর লঙ্কানদের সাদা পোশাকে ডাক পেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের এ দলে অফস্পিনার থারিন্ডু কাউশাল ও এখন পর্যন্ত কোন টেস্ট না খেলা ফাস্ট বোলার দাশমানাথ চামিরা আর বাঁহাতি ব্যাটসম্যান কুশাল পেরেরাকে নেওয়া হয়েছে।

মোবারক লঙ্কার হয়ে সর্বশেষ ২০০৭ সালে টেস্ট খেলেছিলেন। তবে সম্প্রতি ঘরোয়া লিগে ৮১.৭৮ গড়ে ১০০০ রান করায় নির্বাচকদের নজরে পড়েন তিনি। সেই সঙ্গে দলের অন্তবর্তীকালীন ফিল্ডিং কোচের ভূমিকায় থাকা জন্টি রোডসের চোখে পড়েন এ ব্যাটসম্যান।

লঙ্কান টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), কুশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল, কিথুরুয়ান ভিথানাগে, জিহান মোবারক, কুশাল পেরেরা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, থারিন্ডু কাউশাল, নুয়ান প্রদীপ, ধাম্মিকা প্রসাদ, দাশমানাথ চামিরা ও সুরঙ্গা লাকমল (ফিটনেস সাপেক্ষে)।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।