ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন না পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
অজিদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন না পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হওয়ার গুজবে পানি ঢেলে দিলেন রিকি পন্টিং। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনাই হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

শুধুমাত্র পরিবার, ধারাভাষ্য, সামজসেবা ও আইপিএলের টিম মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে সময় কাটাতে চাইছেন পন্টিং। ত‍াই সাবেক অজি অধিনায়কের উত্তরসূরীদের ব্যাটিং পরামর্শক হওয়ার কোনো সম্ভাবনাই এখন নেই।

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ হারের লজ্জা পায় ক্লার্ক-স্মিথরা। ট্রেন্ট ব্রিজে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে তো মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর পর থেকেই সফরকারীদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তখন থেকেই অজিদের সম্ভাব্য ব্যাটিং পরামর্শক হিসেবে পন্টিংয়ের নামটি উঠে আসে। কিন্তু সে আশাই এখন গুড়েবালি।

ট্রেন্ট ব্রিজ টেস্টে ধারাভাষ্য শেষে ইংল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় ফেরেন পন্টিং। ইএসপিএন ক্রিকইনফো’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি অজিদের ব্যাটিং পরামর্শক হওয়ার গুজব উড়িয়ে দেন। ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তাই অজিদের হয়ে নতুন ভূমিকায় থাকার সম্ভাবনা নেই। ’

টেস্ট ও ওয়ানডেতে অজিদের সর্বোচ্চ রান সংগ্রাহক উল্লেখ করেন, ‘আমি সব সময়ই বলে আসছি, একদিন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করব। কিন্তু এ মুহূর্তে আমি আমার পরিবার, ধারাভাষ্য, চ্যারিটি প্রতিষ্ঠান পন্টিং ফাউন্ডেশন, স্পন্সর ও  কোচ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ‍অন্য চিন্তা করার সুযোগ নেই। ’

এর আগে সিএ’র এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড পন্টিংকে ব্যাটিং পরামর্শক হিসেবে পাওয়ার ইঙ্গিত দেন। ‘পন্টিংকে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে পাওয়াটা হবে চমৎকার। ইতোমধ্যেই তার সঙ্গে আমাদের এ বিষয়ে কয়েকবার কথা হয়েছে। আমি নিশ্চিত যে, তাকে আমরা পেতে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম

অজিদের ব্যাটিং পরামর্শক পন্টিং!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।