ঢাকা: বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ক্ষুদ্র এ ফরমেটে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডারবানে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় দ. আফ্রিকা।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। কিউইদের দুই ওপেনার মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন দু’জনের ব্যাট থেকে আসে ৪২ রান করে। দলীয় ৬৮ রানের মাথায় কিউইদের প্রথম উইকেটের পতন ঘটে।
এছাড়া দলের হয়ে জর্জ ওরকার ২৮ এবং টম ল্যাথাম ১২ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
প্রোটিয়াদের হয়ে দু’টি করে উইকেট নেন কেগিসো রাবাদা, ডেভিড উইসি আর ফ্যাঙ্গিসো।
১৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। হাশিম আমলার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৩৩ ও রিলে রুশোর ব্যাট থেকে আসে ৩৮ রান। ওপেনার ভ্যান উইক করেন ১৯ রান।
১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পাওয়ায় দ. আফ্রিকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে লিড নিল। ম্যাচ সেরার পুরস্কার উঠে ফ্যাঙ্গিসোর হাতে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৫
এমআর