ঢাকা: টিম ইন্ডিয়ার একসময়ের প্রতিভাবান পেসার শান্তকুমারন শ্রীশান্ত আবারো মামলায় ফেঁসে যাচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম গুলো জানায়। দিল্লি পুলিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ ফিক্সিংয়ের মামলা থেকে মুক্তি পাওয়া এ ভারতীয় ক্রিকেটারের আগের রায়ের বিরুদ্ধে আপিল করবে।
শুধু শ্রীশান্ত নন, তার সঙ্গে ফেঁসে যেতে পারেন তার দুই সতীর্থ।
২০১৩ সালে আইপিএল’র আসরে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তিহার জেলে ঠাঁই হয় শ্রীশান্তের। সম্প্রতি এ কেলেঙ্কারি থেকে মুক্তি পান ভারতীয় পেসার। কিন্ত অভিযোগ যেন পিছু ছাড়ছেনা তার।
দিল্লি পুলিশ নিম্ন আদালতে আগের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানা গেছে। এ মাসের শেষের দিকে তার রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।
এ প্রসঙ্গে শ্রীশান্ত বলেন, তাদেরকে (দিল্লি পুলিশ) তাদের কাজ করতে দিন। ভগবান আর আমার ভক্তদের উপর আমি পূর্ণ আস্থা রেখেছি। আমি এখনই আর কিছু বলতে চাইনা।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৫
এমআর