ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথের সিদ্ধান্ত মানছেন না পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
স্মিথের সিদ্ধান্ত মানছেন না পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি অ্যাশেজে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ থেকে ছিটকে পড়েছে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ সফরে আসবে অজিরা।

আসন্ন সে সফরে দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। টাইগারদের বিপক্ষে তিন নম্বরে নয়, চার নম্বরে ব্যাটিং করবেন বলে জানান স্মিথ।

তবে, তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না অজিদের সাবেক ব্যাটিং গ্রেট রিকি পন্টিং।

পন্টিংয়ের মতে, ‘স্মিথ তিন নম্বরেই ঠিক রয়েছে। চার নম্বরে তার ব্যাটিং করার কোনো মানে দেখছি না। আমি বিশ্বাস করি পরের সিরিজে স্মিথের তিন নম্বরে ব্যাটিং করাই বুদ্ধিমানের কাজ হবে।

পন্টিং আরও যোগ করে বলেন, অধিনায়কের দায়িত্ব নেওয়ার সময় থেকেই স্টিভের তিন নম্বরে ব্যাটিং করে যাওয়া উচিত বলে আমি মনে করি। তার টেকনিক, স্ট্যাম্পের সামনে তার মুভমেন্ট, ব্যাটিংয়ের ডেলিভারি সব কিছুই আসন্ন সিরিজে তিন নম্বরে কাজে দেবে। এ জায়গায় ব্যাটিং করলে স্মিথ নতুন বলেও ভালো মোকাবেলা করতে পারবে বলে আমার বিশ্বাস।

চলতি অ্যাশেজের চারটি ম্যাচেই তিন নম্বরে ব্যাট করেছেন স্মিথ। প্রথম টেস্টে তার ব্যাট থেকে প্রথম ইনিংসে আসে ৩৩ রান। দ্বিতীয় ইনিংসেও আসে ৩৩ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস জো রুটের বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে স্মিথ খেলেন ২১৫ রানের ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে একই পজিশনে খেলে তার ব্যাট থেকে আসে ৫৮ রান। তৃতীয় ম্যাচে স্মিথ করেন ৭ ও ৮ রান। চতুর্থ টেস্টেও ব্যর্থ হওয়া স্মিথের ব্যাট থেকে আসে ৬ ও ৫ রান।

এরপরই অজিদের নতুন অধিনায়ক স্মিথ জানান, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তিন নম্বর ব্যাটিং পজিশন থেকে আমি নিজেকে চার নম্বরে নামাতে চাই। আসন্ন বাংলাদেশ সফরে আমি চার নম্বরে ব্যাটিং করতে চাই।

দুটি টেস্ট খেলতে ২৮ সেপ্টেম্বর স্মিথের নেতৃত্বে ঢাকায় পা রাখবে অজি ক্রিকেট দল। ০৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। আর ১৭-২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।