ঢাকা: ২০১২ সালের পর থেকে পাকিস্তান সুপার লিগের আয়োজন করতে চাইলেও বারবার ব্যর্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমবারের মতো ২০১৬ সালে এর আয়োজন করতে যাচ্ছে পিসিবি।
ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ পিএসএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে পিসিবি। তবে লিগটি অায়োজনে পিসিবি’কে মাস্টার্স ক্রিকেট লিগ কমিটির সঙ্গে দুবাই ও শারজা মাঠ ভাগাভাগি করে নিতে হবে।
পিসিবি’র এক মুখপাত্র জানান, আমিরাত ক্রিকেট বোর্ড ও পিসিবি লিগটি আয়োজনের ব্যাপারে দুবাই ও শারজায় খেলার সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্রটি আরও জানান, ‘অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে অায়োজিত এমসিএল ও পিএসএল টুর্নামেন্টের ভেন্যু একই থাকবে। তবে দুবাইতে একদিন পিএসএল খেলা হলে পরের দিন এমসিএলের খেলা হবে। ’
এর আগে আগামী বছরের শুরুর দিকে আমিরাতে এমসিএল আয়োজন করার সিদ্ধান্ত নিলে পাকিস্তান তাদের লিগটি কাতারের দোহায় করার পরিকল্পনা করে। তবে, সমর্থকদের কথা চিন্তা করে পিসিবি তাদের পরিকল্পনায় পরিবর্তন আনে।
পিবিসি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পিএসএল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ দুবাই ও শারজাতে অনুষ্ঠিত হবে। তবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে পাকিস্তানের লাহোরে। ২১ দিনে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ আয়োজন করা হবে।
টুর্নামেন্টের চেয়ারম্যান নাজাম শেঠি জানান, পিএসএলের দলগুলো চলতি বছরের নভেম্বর পর্যন্ত খেলোয়াড়দের দলে নিতে পারবে। নিলামের মাধ্যমে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া হবে। খেলোয়াড়দের পাশাপাশি নিলামে দলের কোচদেরও নিতে পারবে দলগুলো। নিলামে দেশি-বিদেশি ক্রিকেটাররা থাকবেন।
প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ৫টি দল অংশ নেবে বলে জানান শেঠি। দলগুলো হচ্ছে লাহোর, করাচি, ইসলামাবাদ, পেশোয়ার এবং কোয়েটা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর