ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ছয় দল নিয়েই বিপিএল, থাকছে না রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ছয় দল নিয়েই বিপিএল, থাকছে না রাজশাহী

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে ছয়টি দল অংশ নিচ্ছে। রাজশাহীর একটি দল অংশ নিতে আগ্রহ দেখালেও চলতি আসরে দল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল বাড়লে আর টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বেড়ে গেলে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে তার প্রভাব পড়তে পারে-এমনটা ভেবে বিপিএলের তৃতীয় আসরে ছয়টি দলই রাখছে বিসিবি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, ‘কয়েকদিন আগে রাজশাহীর নামে দল নিতে একটি  ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। আজকে (২৭ সেপ্টেম্বর) বোর্ড প্রেসিডেন্টসহ বিপিএল গভর্নিং কাউন্সিলের ৮-৯ জন বসেছিলাম আমরা। এবারের বিপিএল আমরা ছয়টা দলের মধ্যেই রাখছি। আগামী আসরে হয়তো আমরা রাজশাহীকে যুক্ত করবো। ’

বিপিএলের তৃতীয় আসর আগামী ২৪ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও দু’দিন এগিয়ে এনে ২২ নভেম্বর শুরু হতে পারে। এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘এমনও হতে পারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ২০ নভেম্বর ও উদ্বোধনী ম্যাচ ২২ নভেম্বর শুরু হতে পারে। ’ 
 
বিপিএল এর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে:

মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।