ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি দিয়ে শুরু সালমাদের মিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
টি-টোয়েন্টি দিয়ে শুরু সালমাদের মিশন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনেক জল্পনা-কল্পনার পর নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে করাচির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সালমা খাতুনের দল।

সফরে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ক্রিকেটারদের পাকিস্তান মিশন।

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সালমাদের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। এরপর ৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ৬ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে।

পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজের ওপরই জোর দিচ্ছেন অধিনায়ক সালমা খাতুন। তিনি জানান, ‘যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে সেহেতু আমরা ওয়ানডে সিরিজটাকেই ফোকাস করছি। ’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দিনে দিনে উন্নতি হচ্ছে এটা বুঝতে পারছে ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে এই সফরটা আমাদের খুব কাজে দেবে। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য আমাদের। ’

পাকিস্তান শক্তিশালী দল জানিয়ে সালমা বলেন, তারা খুবই শক্তিশালী দল। তারপরও এর আগে পাকিস্তানের সঙ্গে আমাদের কয়েকটা ম্যাচ ক্লোজ হয়েছিল। ভালো খেললে এবার জয় পাওয়া সম্ভব। '

প্রসঙ্গত, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলের সঙ্গে আসন্ন সিরিজটি একরকম চ্যালেঞ্জ ধরা চলে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলা সালমাদের জন্য। র‌্যাঙ্কিংয়ে ভারত কিংবা শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে পাকিস্তান দলটি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।