ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে লম্বা সফরে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ভারতে লম্বা সফরে প্রোটিয়ারা ছবি : সংগৃহীত

ঢাকা: প্রায় আড়াই মাসের সফরে ভারত পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৭২ দিনের এ লম্বা সফরে প্রোটিয়ারা তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে আর চারটি টেস্ট খেলবে।



আগামী ২ অক্টোবর ধর্মশালায় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

জোহানেসবার্গ থেকে সরাসরি দিল্লি এসে পৌঁছায় প্রোটিয়ারা। সংবাদকর্মীদের সঙ্গে কোনরকম কথা বলেনি সফরকারীরা। কড়া নিরাপত্তা বলয়ে টিম হোটেলে পৌঁছায় এবি ডি ভিলিয়ার্সরা।

সফরকারী দক্ষিণ আফ্রিকা মাল্টিপল ক্যাপ্টেন থিওরিতে এবারের সফরে এসেছে। ক্রিকেটের তিন ফরমেটে খেলার জন্য তিনজন আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলবে প্রোটিয়ারা। ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্স, টেস্টে হাশিম আমলা এবং টি-টোয়েন্টিতে ফাফ ডু প্লেসিসকে নেতৃত্ব দিতে দেখা যাবে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর, কটাকে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই দল কলকাতায় মাঠে নামবে ৮ অক্টোবর।

এরপর ১১, ১৪, ১৮, ২২ ও ২৫ অক্টোবর পাঁচটি ওয়ানডে ম্যাচে লড়বে টিম ইন্ডিয়া-প্রোটিয়া। আর সিরিজের চারটি টেস্টে ৫-৯, ১৪-১৮, ২৫-১৯ অক্টোবর এবং ৩-৭ ডিসেম্বর লড়বে দুই দল।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।