ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুশফিকুর রহিমকে অধিনায়ক রেখে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি।
৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা। যদিও নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গেল জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দলটিই অপরিবর্তিত রেখেছে বিসিবি। দল ঘোষণার আগেই অবশ্য সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে মিরপুরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন অধিনায়ক মুশফিকসহ দলের ৭ জন ক্রিকেটার। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে আছেন ৬ জন। ব্যক্তিগত কারণে আজ অনুশীলনে ছিলেন না সহ-অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ টেস্ট দল: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক সৌরভ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস, নাসির হোসেন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর