ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দল আসবে কিনা সিদ্ধান্ত দেশটির সরকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
অস্ট্রেলিয়া দল আসবে কিনা সিদ্ধান্ত দেশটির সরকারের র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ

ঢাকা: অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলকে জানানো হয়েছে, বাংলাদেশ তাদের ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। তারা আমাদের সব রকম পরিকল্পনা জেনেছেন এখন সিদ্ধান্ত দেশটির সরকারের বলে জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।



সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেড কোয়ার্টারে প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বেনজীর আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ক্রিকেট টিমকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ এ পর্যন্ত ৭৫টি আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে। কোনো অঘটন ঘটেনি। এবারও কোনো সমস্যা হবে না।

বেনজীর আহমেদ বলেন, আমরা আশা করছি এই আয়োজনে কোনো প্রকার অঘটন ঘটবে না। এর আগেও বাংলাদেশ বহু সাফল্যজনক ক্রিকেট সিরিজ আয়োজনের নজির রেখেছে। আমরা আমাদের সক্ষমতা বিষয়ে বৈঠকে জানিয়েছি। বিভিন্ন বিষয়ে অভিহিত করেছি। অপরাধ দমনে যে সব কৌশল অবলম্বন করা হয় এবং অপারেশন সংক্রান্ত বিষয়ে আমরা তাদের বিস্তর বলেছি।

‘তারা শুধুই প্রতিনিধি দল সদস্য, তারা সব জেনেছেন। এখন তাদের মূল কাজ অস্ট্রেলিয়া সরকারকে এসব বিষয়ে জানানো। সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার’ যোগ করেন র‌্যাব ডিজি।

বৈঠকে নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পক্ষ থেকে পাঁচজন ছিলেন। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন দুইজন। নেতৃত্ব দেন শন ক্যারল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫, আপডেট ১৯০৬, ১৯৪৪
এনএইচএফ/আইএ

** এবার র‌্যাবের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।