ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাহাড়ের কোলে টিম ইন্ডিয়ার ‘বুট ক্যাম্প’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পাহাড়ের কোলে টিম ইন্ডিয়ার ‘বুট ক্যাম্প’ ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ধর্মশালায় ‘বুট ক্যাম্প’ শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলটি পাহাড়ের কোলে ক্যাম্প করে নিজেদের মহাত্মা গান্ধি-নেলসন ম্যান্ডেলা সিরিজের জন্য প্রস্তুত করছে।



আগামী ২ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ধোনিবাহিনী। ধর্মশালাতেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ধর্মশালায় ক্যাম্প শুরুর আগে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে কন্ডিশনিং ক্যাম্প করে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র থেকে জানা যায়, শ্রীলঙ্কা সফর থেকে আসার পরেই টিম ডিরেক্টর রবি শাস্ত্রী হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বোর্ড সচিবকে জানিয়েছিলেন যে, তারা ধর্মশালায় বুট ক্যাম্প করতে আগ্রহী। আর তাতে সবুজ সংকেত দেয় বিসিসিআই।

বেশি উচ্চতায় খেলার চিন্তা মাথায় রেখেই এ ধরনের ক্যাম্পের কথা ভেবে রেখেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের মানসিক ও শারীরিক দিক দিয়ে শক্তিশালী রাখতেই এ ধরনের ব্যতিক্রমী ক্যাম্পের আয়োজন। যেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কমান্ডো ট্রেনিংও সেরে নেবেন। ধর্মশালার উচ্চতা আর বেসক্যাম্পের আবহাওয়া তাদের মাঠের পারফর্ম ধরে রাখতে সাহায্য করবে।

গত বিশ্বকাপের আগেও ভিন্নধর্মী অনুশীলন করেছিল টিম ইন্ডিয়া। কমান্ডো ট্রেনিংয়ের পাশাপাশি দলের সদস্যরা নকল বুলেট দিয়ে রীতিমতো যুদ্ধও করেছিলেন। এবারের বুট ক্যাম্পটি আসন্ন সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে সহায়তা করবে বলে জানায় বিসিসিআই সূত্রটি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।