ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাতিল হতে পারে অজিদের সফর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বাতিল হতে পারে অজিদের সফর! ছবি : সংগৃহীত

ঢাকা: ঘোর কাটছে না বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও তাদের নাগরিকদের বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে সতর্কতা মেনে চলার উপদেশ দেওয়া হয়েছে। তারও আগে অজি ক্রিকেট দলের ঢাকা সফর সাময়িক স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আশার কথা বলছে না দেশটির সংবাদধ্যমগুলো।

‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায় তাবেলা সিজার (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। ফলে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে আসন্ন সিরিজটি।

জঙ্গি হামলার নিরাপত্তা ইস্যুতে সফর পিছিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনায় হামলার আশঙ্কা আরও জোরালো হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ব্যাপারে অনিশ্চয়তা  ঘনীভূত হয়েছে।

খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দেখছে না কোনো আশার আলো। সোমবার রাতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো নিরাপত্তা পর্যবেক্ষক দল ফিরে গেছেন। তাদের রিপোর্টের ভিত্তিতেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেট বোর্ড এবং সরকার। এমন পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘোরতর অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে।

অস্ট্রেলীয় নিরাপত্তা পর্যবেক্ষক দলটির প্রধান শন ক্যারলের একাই ফিরে যাওয়ার কথা থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ক্যারলের সঙ্গে দলের টিম ম্যানেজার গ্যাভিন ডোভি এবং নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসিকেও ডেকে পাঠিয়েছে। ক্যারলের সঙ্গে অন্য দুই কর্মকর্তার ফিরে যাওয়ার বিষয়টিতে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

দ্য গার্ডিয়ান বলছে, অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের পাঠানো প্রতিবেদনে জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হয়। ফলে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে।

একই সুরে সংবাদ পরিবেশন করছে ‘ফক্স স্পোর্টস’ও। ইতালিয়ান নাগরিক সিজার হত্যাকাণ্ডকে উল্লেখ করেছে তারা। হত্যার বিস্তারিত ঘটনা লিখে সংবাদমাধ্যমটি জানায়, অজিদের তিনজন নিরাপত্তা দলের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড এবং টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আলোচনায় বসবেন। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া আসবে, নাকি আসবে না।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫, আপডেট ১৭৫০
এমআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।