ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজের জন্য সব প্রস্তুতিই শেষ করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাজনিত ঝুঁকির কারণ দেখানোয় এখন অনিশ্চয়তা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে।



সিরিজটি বাতিল হয়ে যেতে পারে-এমন শঙ্কা করে কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রকাশ করলেও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গুলশানে নিজ বাসায় এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘তারা (অস্ট্রেলিয়া) আসবে না-এমন কিছু তো এখনো বলেনি। আমরা অপেক্ষা করছি। আমাদের ওরা বলেছে দেশে ফিরে যাওয়ার পর দুই-এক দিন সময় লাগতে পারে প্রতিবেদন প্রকাশ করতে। ’

বাংলাদেশে আসার ঠিক আগ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্তে রীতিমতো অবাক বিসিবি প্রধান। তিনি জানান, ‘বাংলাদেশের অস্ট্রেলিয়া দল রওয়ানা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের সফর স্থগিত করা, এটাতেই তো আমি অবাক হয়েছি। ওরা বারবার যেটা তুলে ধরছে সিকিউরিটির জন্য আসতে পারছি না-এই ভিত্তিটাই তো আমি মানিনা। ’

যে তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশে সিকিউরিটি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সেটিও সাংবাদিকদের জানান নাজমুল হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা তথ্যের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেয় এখানে সিকিউরিটি টিম পাঠাবে, সেটা আমরা জানতে পেরেছি। সেটাও বিশ্বস্ত কোনো উৎস থেকে আসেনি। তাদের কাছে তথ্য হলো, অস্ট্রেলিয়ানরা (যারা বাংলাদেশে থাকেন) প্রতি বছরের অক্টোবরে এখানে ব্যক্তিগতভাবে স্থানীয় কোনো হোটেলে অনুষ্ঠান করে, অফিসিয়াল কোনো কিছু না। সেখানে সমস্যা হতে পারে। ক্রিকেটের জন্য বাংলাদেশে কোনো কারণে সমস্যা হতে পারে-এটা আমি বিশ্বাস করি না। এমনকি বিএনপির তরফ থেকেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে। এমন ঘটনা বাংলাদেশে আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু এখানে ক্রিকেট ইস্যু বলেই সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষ কখনো অপ্রীতিকর কোনো কিছু করতে দেবে না। ’
 
বাংলাদেশে গত দশ বছরে এমন কিছু ঘটেনি যার কারণে ক্রিকেট সিরিজ বাতিল হতে পারে উল্লেখ করে নাজমুল হাসান আরও বলেন, ‘নিরাপত্তা হুমকি সব দেশেই আছে। আমেরিকাতে নাই? ওখানে তো আরও বেশি। ইউরোপের দেশগুলোতে নাই? আছে। দেখতে হবে কোন কোন দেশগুলো সন্ত্রাসের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে। কোনো সমস্যা হলে তা নিয়ন্ত্রণ করার জন্য কতটা প্রস্তুত। শেষ দশ বছরে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেখিনি, যাতে ক্রিকেটের সফর বাতিল হতে পারে। ক্রিকেট নিয়ে নিরাপত্তার দিক থেকে অনেক দেশের তুলনায় আমরা এগিয়ে আছি। নিরাপত্তা সতর্কতা সেটা ভ্রমণকারীদের জন্য। এটা সব দেশেই দেওয়া হয়। তাতে আমাদের কোনো আপত্তি নেই। ’

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসলে তাদের কেমন নিরাপত্তা দেওয়া হবে সেটা জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘তাদের সিকিউরিটি প্ল্যান দেওয়া হয়েছে। গত পরশুদিন দুপর থেকে পরদিন এই দেড় দিনের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি যারা দেখেন পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিএফআই, এনএসআই র‌্যাব এমনকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা পরামর্শক, সকলের সাথে দেখা করা এবং প্রত্যেকের নিশ্চয়তা পেয়েছে তাদের পর্যবেক্ষক দল। সকলে বলেছেন আমরা গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো ধরনের সমস্যা হতে দেওয়া হবে না, যতই হুমকি থাক। সাধারণত যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি নিরাপত্তা তাদের দিতে চেয়েচি। চার স্তরের নিরাপত্তা দিতে চেয়েছি। এরপরও যদি তারা না আসে, তবে সেটা নিরাপত্তাজনিত কারণে নয়। ’

ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায়  ইতালির নাগরিককে হত্যার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার আশঙ্কার কোনো সম্পৃক্ততা থাকতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘কাল সন্ধ্যার সময় এক ইতালি প্রবাসী আততায়ীর গুলিতে মারা যাওয়ার পরে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা আওয়াজ হচ্ছে। এমন ঘটনা আমাদের দেশে বিরল। বিদেশিদের উপরে সাধারণত এখানে হামলা হয় না। এটা দেখছেন গোয়েন্দারা। এটার সঙ্গে পুরোপুরি কোনো প্রটেক্টটেড টিমের তুলনা হয় না। শুধু বিসিবি না, সরকার যে প্রটেকশন দিচ্ছে তারপর অস্ট্রেলিয়ার ভয় পাওয়ার কারণ আমি দেখছি না। সিকিউরিটি এজেন্সি শুধু না, এখানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সময় দিয়েছে তাতে পরিস্কার ধারণা পাওয়া যায়, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তার ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

** বাতিল হতে পারে অজিদের সফর!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।