ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমাদের টার্গেট ১২৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সালমাদের টার্গেট ১২৫ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দলকে ১২৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক পাকিস্তান। করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে জাভেরিয়া খান ও বিসমাহ মারুফের দারুণ ব্যাটিংয়ে ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে পাকিস্তান নারী ক্রিকেট দল।


 
ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। পাকিস্তান নারী দলের ওপেনার মারিনা ইকবাল ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন। জাভেরিয়া-বিসমাহ জুটি দলকে নিয়ে যান মজবুত অবস্থানে। দ্বিতীয় উইকেটে তারা ৮৭ রান যোগ করেন।

জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন এ ম্যাচেই অভিষেক হওয়া নাহিদা আক্তার। দলীয় ৮৮ রানে জাভেরিয়াকে (৪৪) ফেরান ‍নাহিদা। ৬৫ রানে অপরাজিত থাকেন বিসমাহ মারুফ।
 
বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার ‍দু’টি, জাহানারা আলম ও ফাহিমা খাতুন একটি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।