ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হার দিয়ে শুরু সালমাদের পাকিস্তান মিশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
হার দিয়ে শুরু সালমাদের পাকিস্তান মিশন ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার মেনেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমাবাহিনীকে ২৯ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে  এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান নারী ক্রিকেট দল।

করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে ১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।
 
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১২৪/৫
বাংলাদেশ: ৯৫/৭

সফরকারীদের হয়ে ওপেনার আয়েশা রহমান শুকতারা ও ফারজানা হক উভয়েই সর্বোচ্চ ২৩ রান করেন। রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ২২ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তান নারী দলের হয়ে আনাম আমিন দু’টি উইকেট নেন।
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫  উইকেট হারিয়ে ১২৪ রান তোলে স্বাগতিকরা। বিসমাহ মারুফের অপরাজিত ৬৫ ও জাভেরিয়া খানের ৪৪ রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান নারী দল।
 
বাংলাদেশ নারী দলের হয়ে নাহিদা আক্তার ‍দু’টি, জাহানারা আলম ও ফাহিমা খাতুন একটি করে উইকেট লাভ করেন। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন নাহিদা আক্তার।
 
শুক্রবার (০২ অক্টোবর) একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।