ঢাকা: সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার রাস্টি থেরন। প্রোটিয়া দলে নিয়মিত মুখ না হলেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেট টিম ওয়ারিয়র্সের অন্যতম সিনিয়র ক্রিকেটার।
অনেকটা হতাশা নিয়েই এমন সিদ্ধান্ত নেন থেরন। হাঁটুর ইনজুরির কারণে ত্রিশ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এ বছরের ফেব্রুযারিতে তিনি ওয়ারিয়র্সের হয়ে সর্বশেষ মাঠে নামেন।
অন্যদিকে, ২০১২ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন থেরন। স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য তার সুখ্যাতি রয়েছে। জাতীয় দলে অভিষেকের আগেই ২০১০ সালের ফেব্রুয়ারিতে তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
প্রোটিয়াদের হয়ে চারটি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এ ডানহাতি পেসার। দুই ফরমেটেই উইকেট সংখ্যা ১২টি। তবে টেস্ট ম্যাচে তার খেলার সৌভাগ্য হয়নি। ২০১০ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে থেরনের জাতীয় দলে অভিষেক ঘটে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম