ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জন্য খারাপ লাগছে: বোর্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বাংলাদেশের জন্য খারাপ লাগছে: বোর্ডার

ঢাকা: জঙ্গি হামলার ইস্যুতে সফর সাময়িক পিছিয়ে দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটিই বাতিলের পায়তারা করছে। ঘোরতর অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর।

পরিস্কার করে বলা যায়, কোনো সম্ভাবনাই থাকছে না সিরিজটি হওয়ার।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, পৃথিবীর সব দেশেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এতটা খারাপ নয় যে, অস্ট্রেলিয়া সফর বাতিল করবে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে তাদের সফর বাতিল হলে, তা হবে দুঃখজনক।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। সঙ্গে তিনি বাংলাদেশের জন্য দুঃখও প্রকাশ করেন।

অজিদের সাবেক দলপতি জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি লজ্জাজনক। আসলে আমরা এমন বিশ্বে বাস করি, যেখানে ঝুঁকি থাকবেই। বাংলাদেশের জন্য খারাপ লাগছে। কারণ তারা সবেমাত্র ক্রিকেটে উন্নতি করা শুরু করেছিল। বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রমাণ দিতে শুরু করেছিল। অজিদের বিপক্ষে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

এদিকে, অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের রাজ্য দলগুলোর হয়ে খেলতে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রাজ্যদলে ফিরে তারা আগামী ৫ অক্টোবর থেকে ম্যাটাডোর কাপ নামে স্থানীয় এক টুর্নামেন্টে অংশ নেবেন। কাজেই ৯ অক্টোবর বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।