ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেই বিতর্কিত ক্যাচের আইনি অনুমোদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সেই বিতর্কিত ক্যাচের আইনি অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালের খেলা, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে স্লিপ থেকে দৌড়ে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে ক্রিকেট বিশ্বে এই ক্যাচকে ঘিরে বেশ বিতর্কের সৃষ্টি হয়।

কিন্তু সেই বিতর্কিত ব্যাপারটিই বৈধভাবে অনুমোদন দিচ্ছে মেরিলিবন ক্রিকেট ক্লাব।

সেই ম্যাচে বিতর্কিত ব্যাপার ছিল বল করার আগেই স্মিথ নিজের জায়গা পরিবর্তন করে দৌড়াতে থাকেন। তিনি ব্যাটিংয়ে থাকা ফাওয়াদ আলমের গতিবিধি বুঝেই দারুণ এই ক্যাচটি লুফে নেন।

ক্রিকেটের আইন-কানুনের দেখভাল করা মেরিলিবন ক্রিকেট ক্লাব ২০১৪ সালের পর থেকে এই ব্যাপারটি নিয়ে কাজ করছিল।

আর এ ব্যাপারে সংস্থাটির প্রধান জন স্টেফেনসন বলেন, ‘এমসিসি সব সময়ই ক্রিকেটের উন্নতির ব্যাপারে চিন্তা করে। আর আমরা এখন ফিল্ডারদের এই গতিবেগকে আইনের মধ্যে নিচ্ছি। ’

তিনি আরো বলেন, ‘আবুধাবিতে স্মিথের সেই ক্যাচটি ছিল অসাধারণ। ’

ভিডিও

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।