ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে অজিরা, সালমারা নবম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
শীর্ষে অজিরা, সালমারা নবম ছবি: সংগৃহীত

ঢাকা: মাল্টি র‌্যাংকিংয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ক্রিকেটের তিন ফরমেট নিয়ে তৈরি এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।



দশটি দেশকে নিয়ে প্রকাশ করা আইসিসির ৠাংকিংয়ের নতুন এ তালিকায় অজিদের অর্জিত পয়েন্ট ১৩৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড নারী দল। ইংলিশদের অর্জন ১২৪ পয়েন্ট। তৃতীয় অবস্থানে রয়েছে ১০৯ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড।

মিথালি রাজের টিম ইন্ডিয়া তালিকার চতুর্থ স্থানটি পেয়েছে। ভারতের অর্জিত পয়েন্ট ১০৫। এছাড়া ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ, ৯২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ দক্ষিণ আফ্রিকা, ৮১ পয়েন্ট নিয়ে সপ্তম পাকিস্তান আর ৭৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অষ্টম স্থান দখল করে।

পাকিস্তান সফরে থাকা সালমাবাহিনীর অর্জন ৫৭ পয়েন্ট। লতা-পান্না-জাহানারাদের পরের অবস্থানটি গেছে আয়ারল্যান্ডের দখলে। আইরিশদের অর্জন ২৬ পয়েন্ট।

আইসিসি তাদের নতুন এ ৠাংকিং তালিকা প্রকাশের পর এক বিবৃতিতে জানায়, আমরা ক্রিকেটের তিন ফরমেট বলতে ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টির পারফর্ম বিচার করে দেখেছি। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেশগুলোর পারফর্মের ৫০ শতাংশ বিচার করেছি। আর ২০১৪ সালের সেপ্টেম্বরের পর থেকে বর্তমান পারফর্মকে শতভাগ বিচার করে প্রথমবার এ মাল্টি ৠাংকিং প্রকাশ করেছি।

অজিদের শীর্ষে রাখতে তাদের সহায়তা করে ২০১৩ সালের নারী বিশ্বকাপ এবং বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।