ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগের তৃতীয় রাউন্ড ১০ অক্টোবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
জাতীয় লিগের তৃতীয় রাউন্ড ১০ অক্টোবর

ঢাকা: মাঠে গড়াচ্ছে ১৭তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। এরই মধ্যে তৃতীয় রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী আগামী ১০ অক্টোবর শুরু হবে তৃতীয় রাউন্ডের চারটি ম্যাচ।

তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর ও খুলনা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে ঢাকা বিভাগ।

দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী সিলেটের বিপক্ষে খেলবে। অন্য ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে বরিশাল-চট্টগ্রাম।

প্রথম রাউন্ডের ফলাফল অনুযায়ী প্রথম স্তরের দলের মধ্যে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল খুলনা বিভাগ। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের মধ্যে শীর্ষ অবস্থান বরিশাল বিভাগের। প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচই নিষ্প্রান ড্র হয়েছিল।

জাতীয় লিগে এবারই প্রথম চালু হয়েছে রেলিগেশন পদ্ধতি। পয়েন্ট টেবিল অনুযায়ী প্রথম স্তর থেকে একটি দল নেমে যাবে দ্বিতীয় স্তরে এবং দ্বিতীয় স্তর থেকে একটি দল উন্নীত হবে প্রথম স্তরে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।