ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টাকা চাই না, অজিরা আসুক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
টাকা চাই না, অজিরা আসুক ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দেখার অপেক্ষায় ছিলেন দেশের ক্রিকেট পাগলরা।

মুখিয়ে থাকলেও তাদের হতাশ হতে হয় অজিদের বিস্ময় জাগানো এমন সিদ্ধান্তে।

কোনো আন্তর্জাতিক সিরিজ মানেই অনেক আয়োজন, সঙ্গে বিপুল পরিমান আর্থিক ব্যাপার। কিন্তু, হঠাৎ সিরিজ স্থগিত হওয়ার মানে নিশ্চিত বড় অঙ্কের আর্থিক ক্ষতি। এমনটি দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজে। যেখানে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বেতন-চুক্তি আর দেনা-পাওনার ঝামেলায় ভারত সফরে থাকা ক্যারিবীয়রা সিরিজ শেষ না করেই দেশে ফেরে। যার কারণে ক্ষতিপূরণ দাবী করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এমনকি বাংলাদেশকেও পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ স্থগিত হওয়ায় স্বাভাবিক ভাবেই চলে এসেছে আর্থিক ক্ষতির ব্যাপারটি। সিরিজ আয়োজনের জন্য সবকিছুই প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চড়া মূল্যে সিরিজটির জন্য টাইটেল স্পন্সরও পেয়েছিল বিসিবি। সিরিজ স্থগিত ঘোষণা আসার কিছুক্ষণ আগেই বিসিবি কার্যালয়ে আসতে শুরু করেছিল টেস্ট সিরিজের টিকিট। ফলে প্রশ্নটি এসেই যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ক্ষতিপূরণ চাইবে কিনা বিসিবি?

সোমবার (০৫ অক্টোবর) এই প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার কথায় স্পষ্ট আপাতত ক্ষতিপূরণ না চেয়ে সিরিজটি কোনো এক সময়ে হবে-এমন আশাতেই থাকবে বিসিবি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের অত্যন্ত ভাল একটি সম্পর্ক আছে। আমি মনে করি, টাকা চাইলে তারা সেটি এখনি পাঠিয়ে দেবে। তাতে কি হবে...? আমি তো আসলে টাকা চাচ্ছি না। আমি চাই ওরা আসুক। খেলুক আমাদের সঙ্গে। আমাদের একমাত্র লক্ষ্যই খেলা। ’

বোর্ড সভাপতির কথায় স্পষ্ট যে, বিসিবি ক্ষতিপূরণ চাইবে না সিএর কাছে। বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে খেলাকেই। তাছাড়া সিএর সঙ্গে সম্পর্কে নতুন করে কোনো তিক্ততা আনতে চায় না বিসিবি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।