ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাফল্যের পর অবৈধ বোলিং সন্দেহে বিলাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
সাফল্যের পর অবৈধ বোলিং সন্দেহে বিলাল ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছেন পাকিস্তানের অফস্পিনার বিলাল আসিফ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আম্পায়াররা বিলালের বোলিংয়ে সন্দেহ প্রকাশ করেন।



হারারে স্পোর্টস ক্লাবে সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকার পর শেষ ম্যাচে বিলালের অসাধারণ অলরাউন্ড পারফর্মে জয় পায় পাকিস্তান। ১০ ওভার বোলিং করে মাত্র ২৫ রানে তুলে নেন পাঁচ উইকেট। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ৩০ বছরের এ ডানহাতি স্পিনারের।

বিলালের প্রসঙ্গে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, ‘সিরিজের তৃতীয় ম্যাচে বিলালের বোলিংয়ের প্রতি আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছেন। এখন তাকে আইসিসি’র কাছে বোলিং টেস্ট দিতে হবে। ’

আগামী দুই সপ্তাহের মধ্যে বিলালকে আইসিসি’র নির্ধারিত পরীক্ষাগারে বোলিং টেস্ট দিতে হবে। তবে এই টেস্টের ফলাফলের আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিতভাবে খেলতে পারবেন।

বিলাল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।