ঢাকা: জাতীয় লিগের দ্বিতীয় পর্বের খেলায় জয় পেয়েছে ঢাকা বিভাগ। গতবারের চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়েছে ৮ উইকেটে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফলোঅনে পড়ে রংপুর শেষ দিনে অলআউট হওয়ার আগে করে ২৫৫ রান। ফলে ঢাকার সামনে জয়ের জন্য ৫৫ রানের লক্ষ্য দাঁড়ায়।
মাত্র ৪.২ ওভারে জয় তুলে নেয় ঢাকা। ২ উইকেট হারানো ঢাকার ওপেনার রনি তালুকদার এক রান করে বিদায় নেন। আরেক ওপেনার মাইশুকুর করেন ৮ রান। তবে, শুভাগত হোম ১৬ বলে একটি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকিয়ে দলকে দ্রুত জয় পাইয়ে দেন। ৪০ রানে অপরাজিত থাকেন শুভাগত।
এর আগে ঢাকা বিভাগের করা ৪৪৯ রানের পাহাড়সম ইনিংসে চাপা পড়ে ফলোঅনে পড়ে সাজেদুল ইসলামের নেতৃত্বে থাকা রংপুর। প্রথম ইনিংসে ২৪৮ করে তারা। রংপুরের ইনিংসে মূলত একাই ধ্বস নামান ৬ উইকেট তুলে নেওয়া স্পিনার মোশারফর হোসেন। এছাড়া তিনটি উইকেট দখল করেন শুভাগত হোম।
রংপুরের প্রথম ইনিংসে লিটন দাশের পর নাসির হোসেন ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় ২৪৮ রানেই শেষ হয় তাদের ইনিংস। নাসির ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৭৩ রান করে মোশারফের শিকার হন। লিটন করেন ৫১ রান। আর শেষ দিকে সোহরাওয়ার্দি করেন ৪৫ রান।
দ্বিতীয় ইনিংসে রংপুরের ওপেনার লিটন দাশ করেন ১৪ রান। আরেক ওপেনার সায়মন আহমেদ ২১ রান করে বিদায় নেন। নাসিরের ব্যাট কোনো রানই আসেনি। নাঈম ইসলাম ১৯, ধীমান ঘোষ ১২, তানভীর হায়দার ২৬, আরিফুল হক ১৫ রান করে সাজঘরে ফেরেন।
তিন নম্বরে নামা সোহরাওয়ার্দি ১২১ রানের দারুণ এক ইনিংস খেলেন। ২৫০ বল খেলে তার ব্যাট থেকে আসে ১৩টি চার আর একটি ছয়।
এর আগে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৪৪৯ রান সংগ্রহ করে। ওপেনার আব্দুল মজিদ ৩১, রনি তালুকদার ৫৯ রান করে বিদায় নেন। এছাড়া রাকিবুল হাসান ৫২, সাইফ হাসান ৩৩, শুভাগত হোম ১৪, মাইশুকুর রহমান ৩৫, সগির হোসেন ৩১, মোশাররফ হোসেন ৩৬, মোহাম্মদ শরীফ ৩০ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন নাদিফ চৌধুরি।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর