ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এভাবেই ফিরতে চেয়েছিলেন ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এভাবেই ফিরতে চেয়েছিলেন ইমরুল ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: গত বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইমরুল কায়েস। কিছুই করে দেখাতে পারেননি।

ওয়ানডে দলে আর ফেরাও হয়নি। টেস্ট ক্রিকেটকে ঘিরেই ছিল পূর্ণ  মনোযোগ। টেস্টের ধারাবাহিক ফর্ম আবার তাকে ফিরিয়েছে ওয়ানডেতে। সাকিব আমেরিকা যাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগটা আসে। সেটাকে কাজেও লাগালেন। ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে।

এমনভাবেই কামব্যাক করতে চেয়েছিলেন দলে। ম্যাচ শেষে জানালেন, ‘বিশ্বকাপে খারাপ করার পর খুব খারাপ লেগেছিল। এ রকম সুযোগ যদি আবার পাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো। ভাগ্যক্রমে সুযোগটা পেয়েছি এবং তা কাজে লাগাতে পেরেছি। টেস্ট নিয়মিত খেলছি তাই পারফর্ম করতে পারছি। চেষ্টা করবো ওয়ানডে দলে সুযোগ থাকলে ভালো খেলার। ’

ভালো ইনিংস খেললেও চার উইকেট হারিয়ে দল যখন চাপে, ঠিক তখনই আউট হয়ে যান ইমরুল-এ নিয়ে আফসোস আছে তার। তবে সামনে এমন সুযোগ এলে ভুল করতে চান না তিনি। সেটিকে সেঞ্চুরিতে রূপদান করতে চান এ ক্রিকেটার, ‘আসলে আমি বাজে সময়ে আউট হয়েছি। ওই সময় টিমের ওপর চাপ ছিল। আমার ওভাবে খেলা ঠিক হয়নি। পরবর্তী সময়ে এ রকম সুয়োগ আসলে সেটা ১০০ তে চলে যাবে। ’

৭৬ রানের ইনিংসটিতে ছিল চারটি ছক্কা। সচরাচর ধীরে ব্যাট চালালেও হাত খুলে ব্যাটিং করা প্রসঙ্গে ইমরুল জানালেন,  ‘আমার যখন ৩০-৪০ রান হয়ে গেছে তখন আত্মবিশ্বাস চলে আসে। ভেবেছি  ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি ওভাবেই খেলবো। কনফিডেন্সটা হাই ছিল। ’

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।