ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নেমে গেলেন রায়না, রাহানের উন্নতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
নেমে গেলেন রায়না, রাহানের উন্নতি ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় বোর্ডের ২০১৫-১৬ সালের চুক্তি সম্পন্ন হয়েছে। যেখানে অবনমন হয়েছে মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার।

গ্রেড ‘এ’ থেকে বাঁহাতি এ ব্যাটসম্যানের জায়গা হেয়েছে গ্রেড ‘বি’তে। আর দারুণ পারর্ফম করে রায়নার স্থলাভিষিক্ত হয়েছেন আজিঙ্কে রাহানে।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের মধ্যে দিন কাটছে রায়নার। ২০১৪-১৫ সালে দলের হয়ে তেমন কোনো ভালো অবদান রাখতে পারেননি তিনি। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও রাখা হয়নি উত্তর প্রদেশের এ ক্রিকেটারকে।

অন্যদিকে ধারাবাহিকভাবে ভালো পারর্ফম করা রাহানে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে গ্রেড ‘এ’তে সুযোগ পেয়েছেন।

গ্রেড ‘এ’র ক্রিকেটাররা বাৎসরিক পারিশ্রমিক হিসেবে ১ কোটি রূপি পেয়ে থাকেন। গ্রেড ‘বি’তে থাকা ক্রিকেটাররা পান ৫০ লাখ রূপি আর গ্রেড ‘সি’র ক্রিকেটারদের হাতে ওঠে ২৫ লাখ রূপি।

গ্রেড ‘এ’: আজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন।

গ্রেড ‘বি’: আম্বাতি রাইডু, রোহিত শর্মা, সুরেশ রায়না, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারা ও মোহাম্মদ শামি।

গ্রেড ‘সি’ : অমিত মিশ্র, আক্সার প্যাটেল, স্টুয়ার্ট বিনি, ঋদ্ধিমান সাহা, মোহিত শর্মা, বরুণ অ্যারন, করণ শর্মা, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, ধাওয়াল কুলকার্নি, হরভজন সিং ও এস অরবিন্দ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।