ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলছে ক্রিকেটে দুর্নীতি বিরোধী সচেতনতা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
চলছে ক্রিকেটে দুর্নীতি বিরোধী সচেতনতা

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে দুর্নীতি বন্ধে বেশ আট-ঘাট বেঁধেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল। আর এ লক্ষ্যে রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিপিএল  ফ্রাঞ্চাইজি ও মালিকদের নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল।



মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, দিন দিন ক্রিকেটে যেভাবে দুর্নীতি বাড়ছে তা বন্ধে এই সচেতনতামূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা ও বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।

অনুষ্টান সম্পর্কে বলতে গিয়ে বিসিবি সিইও আরও বলেন, ‘ক্রিকেটে ফিক্সিংয়ের মতো ঘটনাগুলোতে শুধু যে খেলোয়াড়ই জড়িত তা নয়, অনেক সময় অজ্ঞতা বসত অনেকে এই কাজটি করে থাকেন, যার পরিণামে একজন ক্রিকেটার ও একটি দেশের ভাবমূর্তি কলুষিত হয়। এই বিষয়টি ফ্রাঞ্চাইজিদের কাছে পরিস্কারভাবে তুলে ধরতেই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আর আজকের এই অনুষ্ঠানটি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের উপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে’।

সচেতনামূলক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইসিসি দুর্নীতি দমন ইউনিটের প্রধান ওয়াইপি সিং ও বিপিএলে এবারের আসরের ফ্রাঞ্চাইজিরা।

উল্লেখ্য ২০১২ সালে বাংলাদেশে প্রথম বিপিএল অনুষ্ঠিত হয়। তবে সেই আসরে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা না ঘটলেও বিপত্তি বেঁধে যায় ২০১৩ এর বিপিএলে, যেখানে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান ও বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্রিকেটের সব ধরনের আসর থেকে প্রথম দফায় আট বছরের জন্য নিষিদ্ধ হন, যদিও পরে তার সাজার মেয়াদ ৫ বছর কমিয়ে ৩ বছরে নামিয়ে আনা হয়। সংগত কারণেই গেল বছর ২০১৪ সালে বিপিএলের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।