ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চিটাগং ভাইকিংসের ক্যাম্প বিকেএসপিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
চিটাগং ভাইকিংসের ক্যাম্প বিকেএসপিতে

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংসের অনুশীলন ক্যাম্প বুধবার (১১ নভেম্বর) থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে শুরু হচ্ছে। কেবল দেশি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া ক্যাম্প দেখভাল করবেন দলটির সহাকারী কোচ মমিনুল হক।


 
ক্যাম্পের শুরু থেকে থাকতে পারবেন না দলটির অধিনায়ক তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। জাতীয় দলের এ দুই ক্রিকেটার জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে ক্যাম্পে যোগ দেবেন। এছাড়া ইনজুরির কারণে থাকতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। বিসিবি তাকে বিশ্রাম দিয়েছে। ‘এ’ দলের হয়ে ‍জিম্বাবুয়ে সফরে থাকায় অলরাউন্ডার নাঈম ইসলামও ক্যাম্পে যোগ দিতে পারছেন না।
 
৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের তৃতীয় আসর। মিরপুরে উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

চিটাগং ভাইকিংস স্কোয়াড (দেশি ক্রিকেটার): তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলি চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল ও রবিউল ইসলাম।
 
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ আমির, সাঈদ আজমল, জীভান মেন্ডিস, এলটন চিগুম্বুরা, উমর আকমল, কামরান আকমল, চামারা কাপুগেদারা, তিলেকারাত্নে দিলশান ও রবিন পিটারসেন।

হেড কোচ: রবিন সিং (ভারত)

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।