ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রঙ্গিন পোশাকে ইতি টানলেন ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
রঙ্গিন পোশাকে ইতি টানলেন ইউনিস ছবি : সংগৃহীত

ঢাকা: আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই রঙ্গিন পোশাককে বিদায় জানাবেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। এ রিপোর্ট লিখা পর্যন্ত বুধবার (১১ নভেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে চার ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম খেলায় লড়ছে পাকিস্তান ও ইংল্যান্ড।



ইউনিস বলেন, ‘পরিবার, স্ত্রী-সন্তান ও বন্ধুদের সঙ্গে আলোচনা করেই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আর আজকের ম্যাচ শেষেই আমি ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছি। আমি পাকিস্তান দলের নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই যে, তারা আমাকে ওয়ানডে দলে আবারও সুযোগ দিয়েছেন। সেই সঙ্গে আমার সতীর্থ ও সমর্থকদেরও ধন্যবাদ জানাই। ’

গত বিশ্বকাপে শেষবার ওয়ানডে দলে খেলেছিলেন ইউনিস। কিন্তু তিন ম্যাচ মিলে মাত্র ৪৩ রান করার পর ওয়ানডে দল থেকে তাকে ছেঁটে ফেলা হয়। সর্বশেষ ছয় ম্যাচে মাত্র ৭৭ রান করতে সক্ষম হন ইউনিস। এরপর আর পাকিস্তানের রঙিন জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। তবে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে অসাধারণ পারফর্মের পর আসন্ন চার ম্যাচের ওয়ানডে সিরিজে ফের ডাক পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

আজকের ম্যাচের আগে ইউনিস ওয়ানডেতে ৩১.৩৪ ব্যাটিং গড়ে রান করেছেন ৭২৪০। যেখানে ৭টি শতক আর ৪৮টি অর্ধশতক রয়েছে ইউনিস খানের।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এমএমএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।