ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রেক-থ্রু ম্যান আল-আমিন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ব্রেক-থ্রু ম্যান আল-আমিন! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারও ব্রেক-থ্রু দিলেন আল-আমিন হোসেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে ঠিক একই কাজটি তিনি করে গেছেন দলের হয়ে।



দলীয় ৩৫ দশমিক ৪ বলে ম্যালকম ওয়ালারকে দারুণ একটি বলে আউট করে সাজঘরের পথ দেখান আল-আমিন। এতে ভাঙে উইলিয়ামসের সঙ্গে তার গুরুত্বপূর্ণ ৫৯ রানের জুটি।

এর আগে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে বাংলাদেশকে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ দেন তিনি। সোমবার (০৯ নভেম্বর) সফরকারী দলটির বিপক্ষে আট ওভারে ২২ রানের খরচে গুরুত্বপূর্ণ দু’টি উইকেট তুলে নেন আল-আমিন।

১৯৩ ওয়ানডে খেলা চিগুম্বুরাকে আউট করেন আল-আমিন। আল-আমিনের বলে ইমরুলের হাতে ধরা পড়ার আগে জিম্বাবুয়ে অধিনায়ক খেলেন ৪৭ রানের ভয়ানক ইনিংস। তার ঠিক আগের ওভারেই আল-আমিন ফিরিয়ে দেন সিকান্দার রাজাকে।

তার আগে, প্রথম ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কাটিয়ে দলে ফিরেই অসাধারণ বলে করে নজর কাড়েন এই পেসার। ম্যাচের ১৪তম ওভারের শেষ বলে ৩৯ রান করা লুক জঙ্গোকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। ক্যাচ ধরেন কিপার মুশফিক, এতে ভাঙে জুটি।

নতুন বলে গতি, মুভমেন্ট, বাউন্সার দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চেপে ধরা আল-আমিনের এই সিরিজে উইকেট শিকার তিন ম্যাচে ৪টি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।