ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হোয়াইটওয়াশের ম্যাচে সেরা তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
হোয়াইটওয়াশের ম্যাচে সেরা তামিম ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ খেলায় ম্যাচ সেরা হয়েছেন ওপেনার তামিম ইকবাল।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামেন তামিম ও ইমরুল।

দু’জনই করেন ৭৩ রান করে। তবে তামিম ছিলেন বরাবরের মতো একটু মারমুখী। ৯৮ বলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে তামিম এই রান সংগ্রহ করেন।

সিরিজের প্রথম ম্যাচে তামিম করেছেন ৪০ রান। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৯। এদিকে, প্রথম খেলায় ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম এবং দ্বিতীয় ম্যাচে হন ইমরুল কায়েস।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।