ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।



সফরকারী দলটির বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যে স্কোয়াড ছিল, সেটিই অপরিবর্তিত থাকছে টি-টোয়েন্টিতেও।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধি), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

১৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বিকেল ৫টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একই সময় একই ভেন্যুতে ১৫ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের মোকাবেলা করবে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।