ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইউনিসের বিদায়ী ম্যাচে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ইউনিসের বিদায়ী ম্যাচে পাকিস্তানের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে প্রথম ওয়ানডেতেও জয় পেল পাকিস্তান।

আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ইংলিশদের ৬ উইকেটে হারিয়ে ১-০তে লিড নিল আজহার আলির দল।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ২ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। অলআউট হওয়ার আগে ইয়ন মরগানের দলটি ২১৬ রান তোলে। জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান ২১৭ রান করে। এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানান পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। তার বিদায়ী ম্যাচে দলের হয়ে শতক হাঁকান মোহাম্মদ হাফিজ।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন দলপতি মরগান। তার ৯৬ বলের ইনিংসে ছিল ১১টি চারের মার। ৬০ রান করে বিদায় নেন জেমস টেইলর। ক্রিস ওকস ৩৩ রান করে আউট হন। এছাড়া উল্লেখ্যযোগ্য কোনো ব্যক্তিগত কোনো স্কোর আসেনি ইংলিশ ব্যাটসম্যানদের থেকে। ওপেনার জ্যাসন রয় শূন্য আর আরেক ওপেনার অ্যান্ডু হেলস করেন ১০ রান।

জো রুটের ব্যাট থেকেও আসেনি কোনো রান। এক রান করে বিদায় নেন জোস বাটলার। মঈন আলি আর আদিল রশিদের ব্যাট থেকে আসে ৭ রান। ডেভিড উইলি করেন ১৩ রান।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট দখল করেন মোহাম্মদ ইরফান। এছাড়া দুটি করে উইকেট নেন আনোয়ার আলি এবং শোয়েব মালিক।

২১৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তানও বিপাকে পড়ে দুই ওপেনারকে দ্রুত হারিয়ে। দলপতি ওপেনার আজহার আলি ৮ ও আরেক ওপেনার বিলাল আসিফ ২ রান করে বিদায় নেন। তিন নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ১০২ রান করেন অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজ। তার ১৩০ বলে সাজানো ইনিংসে ছিল ১০টি চার আর একটি ছক্কা।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো ইউনিস খান ৯ রান করে বিদায় নেন। শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ২৬ রান। বাবর আজম করেন অপরাজিত ৬২ রান। ৬২ বলে বাবর দুইটি চার আর ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।