ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচেও মিরাজদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
দ্বিতীয় ম্যাচেও মিরাজদের দাপুটে জয় ছবি : সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের ক্রিকেট যেন হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ।

একদিনের মাথায় হারারেতে চারদিনের ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ‘এ’ দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এবার চট্টগ্রামেও টাইগারদের জয়জয়কার।

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৫৮ রানে হারিয়ে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে লিড নিল বাংলাদেশ যুবারা। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও পাঁচ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ওপেনার সাইফ হাসানের শতকে ভর করে ২৪২ রানের লক্ষ্য বেধে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩.৫ ওভার বাকি থাকতে ১৮৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওয়ানডাউনে নামা তোফায়েল জহির (৬৩)। এছাড়াও রায়ান মারে (৩৫) ও মিডল অর্ডার ব্যাটসম্যান উইলিয়াম মাশিংগের ব্যাট থেকে আসে ২৬ রান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে চারটি উইকেট দখল করেন বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন। দু’টি করে উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আরিফুল ইসলাম। ওপেনার জেরেমি ইভসকে (১২) ক্লিন বোল্ড করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত হানেন পেসার মেহেদী হাসান রানা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ২৪১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ যুবারা। ওপেনিং জুটিতেই ১৮০ রান তোলেন সাইফ (১০০) ও পিনাক ঘোষ (৬৫)। ৪১তম ওভারের মাথায় তাদের জুটি ভাঙে। এছাড়াও নাজমুল হোসেন শান্ত (২০) ও সাঈদ সরকার ২২ রান করেন। তবে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মিরাজ।

সফরকারীদের হয়ে স্বাগতিকদের ওপেনিং জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জেরেমি ইভস। অফস্পিনার মাশিংগে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। রুগারে মাগারিরা দু’টি ও ইভসের সঙ্গে একটি করে উইকেট নেন কেইথ জাওরি, কুন্ডাই মাতিজিমু।

আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।