ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে মুস্তাফিজদের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
র‌্যাংকিংয়ে মুস্তাফিজদের দাপট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগেই জানা ছিল, জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্টের হিসেবে ১ পয়েন্ট বেড়ে ৯৭-তে ঠেকেবে।

সেটিই হলো। ছয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে থেকে সাত নম্বরেই টাইগাররা। তবে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ইংলিশদের ভরাডুবি হলে র‌্যাংকিংয়েও তাদের অবননের শঙ্কা থাকছে। ইতোমধ্যেই চার ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে পাকিস্তান।

অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ ৯০ পয়েন্ট। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১২৭)। দুই ও তিন নম্বরে ভারত (১১৪) ও দক্ষিণ আফিকা (১১২)। এর পরেই রয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দু’দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১০৯ ও ১০৫। অন্যদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও দশম স্থানেই রয়েছে জিম্বাবুয়ে। সমান ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্টের ভগ্নাংশ হিসেবে ১১ নম্বরে আয়ারল্যান্ড।

টিম র‌্যাংকিংয়ে না এগোলেও আইসিসির সর্বশেষ প্লেয়ার র‌্যাংকিংয়ে বোলারদের মধ্যে বেশ উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ আটটি উইকেট দখল করেন ২০ বছর বয়সী এ বাঁহাতি পেসার। তাতেই রকেট গতিতে ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪১তম স্থানে উঠে এসেছেন। সবে তো মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন। এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অদূর ভবিষ্যতেই সেরা দশে উঠে আসবেন মুস্তাফিজ।

মুস্তাফিজ ছাড়াও দুই স্পিনার আরাফাত সানি (+১৩) ও নাসির হোসেন (+১৬) ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন। দু’জনের অবস্থান যথাক্রমে ৩৯, ৭৯। আর দুই ধাপ এগোলেই আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে যাবেন সানি। অন্যদিকে, ৫৭৯ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি ১৯ নম্বরে মাশরাফি বিন মর্তুজা। তবে সিরিজের শেষ দু’টি ম্যাচ ম্যাচ মিস করা সাকিব আল হাসানের এক ধাপ অবনমন হয়েছে।

বোলারদের র‌্যাংকিংয়ে সুনীল নারাইনের শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিচেল স্টার্কের অবস্থানও অপরিবর্তিত। সাকিবকে চারে নামিয়ে তিনে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। চারজনের রেটিং পয়েন্টে যথাক্রমে ৭৩৪, ৭১৩, ৭০৫, ৬৯৯।

সেরা দশের বাকি ছয়জনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এরা হলেন ইমরান তাহির (৬৮৮), ডেল স্টেইন (৬৮২), মিচেল জনসন (৬৭২), মরনে মরকেল (৬৬৬), সাঈদ আজমল (৬৫৫) ও রবিচন্দ্রন অশ্বিন (৬৪০)।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়েও কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে রয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব (৪১৬)। এর পরের চারটি আসনে তিলেকারাত্নে দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ হাফিজ ও গ্লেন ম্যাক্সওয়েল। চারজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৬৬, ৩৫৬, ৩৫৩, ৩৪৮।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।