ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি ব্যাটিংয়ে পিষ্ট কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
অজি ব্যাটিংয়ে পিষ্ট কিউইরা

ঢাকা: ব্রিসবেনের পর পার্থেও অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপট অব্যাহত।   নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষেই অজিদের সংগ্রহ দুই উইকেটে ৪১৬ রান।

তবে সবকিছু ছাপিয়ে উঠে আসছে ডেভিড ওয়ার্নারের নাম। টেস্ট ইতিহাসের একমাত্র ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তিনি দু’বার টানা তিন ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২০৮ রানের দাপুটে জয় পায় অজিরা। স্কোরবোর্ডটা ছিল এরকম: অস্ট্রেলিয়া – ৫৫৬/৪ ডিক্লে. ও ২৬৪/৪ ডিক্লে., নিউজিল্যান্ড – ৩১৭ ও ২৯৫। এবার কী তাহলে বহুল প্রতীক্ষিত অ্যাডিলেইডের ডে-নাইট টেস্ট হাতে রাখেই সিরিজ জিতবে স্বাগতিকরা? ব্ল্যাক ক্যাপসরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

শুক্রবার (১৩ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই শতরান পার করেন ওয়ার্নার ও জো বার্নস (৪০)। পরে উসমান খাজাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩০২ রান যোগ করেন ওয়ার্নার। আর মাত্র ২৬ রান করলেই তারা এ গ্রাউন্ডে পন্টিং-ল্যাঙ্গারের ১৬ বছর আগের রেকর্ড ৩২৭ রানের পার্টনারশিপ টপকে যেতেন।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূরন করে ওসমান খাজা (১২১) ফিরলেও দিনশেষ ২৪৪ রানে অপরাজিত ওয়ার্নার। তুলে নেন ১৫তম টেস্ট সেঞ্চুরি। একই সঙ্গে প্রথম ডাবল সেঞ্চুরিও বটে। অন্য প্রান্তে অধিনায়ক স্টিভেন স্মিথ (৫ অ.)। এদিন নিজেকেও ছাড়িয়ে যান ওয়ার্নার। টেস্টে ব্যক্তিগত ১৮০ রান ছিল তার আগের সর্বোচ্চ ইনিংস।

কিউইদের হয়ে বার্নসকে ক্লিন বোল্ড করেন পেসার ম্যাট হেনরি। আর শতক হাঁকানো ওসমানকে টম লাথামের ক্যাচে পরিণত করেন ডগ ব্রেসওয়েল।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।