ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ছুটির দিনে দর্শক ঢল মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ছুটির দিনে দর্শক ঢল মিরপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের খেলা মানেই শের-ই-বাংলার গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ন। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে  দেখা যায়নি এ চেনা চিত্রটি।

তিন ম্যাচ পর আবার চেনা রুপে ফিরেছে মিরপুর। একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে দর্শকের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে স্টেডিয়াম ও তার বাইরে।  

শুক্রবার (১৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খেলা শুরুর আগেই প্রায় দর্শকে পূর্ন স্টেডিয়ামের গ্যালারিগুলো। স্টেডিয়ামের বাইরেও দর্শকের চাপ। টি-টোয়েন্টি ম্যাচ দেখা চাই-ই চাই। ঢাকার বাইরে থেকেও এসেছে কিছু দর্শক। স্টেডিয়ামের উত্তর গেটে সাক্ষাৎ হলো ব্রাক্ষনবাড়িয়া থেকে দল বেধে আসা কয়েকজন তরুণের সঙ্গে। সংখ্যায় তারা ১২জন। সবার গায়েই বাংলাদেশের লাল-সবুজ জার্সি, হাতে চার-ছক্কার প্ল্যাকার্ড।

স্টেডিয়ামের প্রবেশ দ্বারে কথা হলো তাদেরই একজন হাফিজের সঙ্গে,  ‘ব্রাক্ষনবাড়িয়া থেকে আমার ১১জন বন্ধু ঢাকায় এসেছে। পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি ম্যাচেই ওদের ঢাকায় আসতে বলবো। তাছাড়া খেলাটা ছুটির দিনে পড়েছে। বন্ধুরা মিলে মাঠে খুব উপভোগ করবো। ওরা আমার বাসাতেই থাকবে। দ্বিতীয় ম্যাচটাও দেখার ইচ্ছা আছে। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।