ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ালারের ঝড়োগতির অর্ধশতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
ওয়ালারের ঝড়োগতির অর্ধশতক ম্যালকম ওয়ালার

ঢাকা: ইনিংসের প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে ম্যালকম ওয়ালারের ঝড়োগতির অর্ধশতকে ঘুরে দাঁড়িয়েছে। শুরুতে মাশরাফি বিন মুর্তজা ও আল আমিন হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে মন্থর গতিতে ব্যাট করতে জিম্বাবুয়ে।



প্রথম তিন ওভারে মাশরাফির দুই উইকেট ও আল আমিনের এক উইকেট সংগ্রহের পর ইনিংসের নবম ওভারে আঘত হানেন নাসির হোসেন। টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান ক্রেইগ এরভিন ও ম্যালকম ওয়ালার ‍জুটি।

জোবায়ের হোসেন লিখন ও নাসির হোসেন দুই ওভারে ঝড় তুলে ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন ম্যালকম ওয়ালার। অর্ধশতক হাঁকাতে ৫টি বিশাল ছক্কা মারেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।