ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিটের দামে একটা শূন্যই বেশি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
টিকিটের দামে একটা শূন্যই বেশি! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরে বাংলা স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন। ধুম-ধাড়াক্কা ক্রিকেটের এই সংস্করণে দর্শকের আগ্রহ থাকে অন্যান্য ফরম্যাটের তুলনায় কয়েকগুণ বেশি।

সঙ্গে ছুটির দিন শুক্রবারের অলস বিকেল। মিরপুরে তাই এদিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। আর এই সুযোগ কাজে লাগাতে যেন মুখিয়ে ছিলেন টিকিট কালোবাজারিরা।

ওয়ানডে সিরিজে উপচেপড়া ভিড় না হওয়ায় এবার কালোবাজারিদের ব্যবসাটা খুব একটা জমজমাট হয়নি। একারণে কালোবাজারিদের শুক্রবারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল তাদের লক্ষ্য। প্রত্যাশা অনুযায়ী ব্যবসাটাও হয়েছে বেশ। ১০০ টাকার পূর্ব গ্যালারির টিকিট খেলা শুরুর পর বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। সঙ্গে কেবল একটি শূন্য জুড়ে দেওয়া!  
 
আগে টিকিট সংগ্রহ না করে ব্ল্যাকে টিকিট কেনার আশায় রাজধানীর ফকিরাপুল থেকে স্টেডিয়াম চত্বরে এসেছেন মিজান নামের এক তরুণ। টিকিট ক্রয়, যাতায়াত ভাড়াসহ পাঁচশ টাকা নিয়ে বের হয়েছেন বাসা থেকে। স্টেডিয়ামে এসে শুনলেন সাধারণ গ্যালারির (পূর্ব) টিকিটের দাম পাঁচশ’ টাকা। টিকিটের দরদাম করতে করতেই বল হাতে নেমে পড়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের দুটি উইকেট পড়তেই মুহূর্তেই টিকেটের দাম উঠলো এক হাজারে।

অসহায় হয়ে বাসার পথ ধরলেন তরুণটি। খেলা দেখতে মিরপুরে আসা এমন অসংখ্য দর্শককে ফিরতে হচ্ছে কালোবাজারে টিকিটের এমন উচ্চদামে। মাঠ যেমন দর্শকে কানায় কানায় পূর্ণ মাঠের বাইরে রাস্তাগুলোও দর্শকে পরিপূর্ণ। যাদের পকেট ভারী তারাই কেবল ফ্লাডলাইটের নিচে আলো ঝলমলে গ্যালারিতে বসে খেলা দেখতে পারছেন। বাকিরা হতাশা নিয়ে ফিরছেন মিরপুর থেকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।