ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টপ অর্ডারদের ব্যর্থতাই হারের কারণ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
টপ অর্ডারদের ব্যর্থতাই হারের কারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাইগাদের আক্রমণাত্মক বোলিংয়ে টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার ফলেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পায়নি সফরকারী জিম্বাবুয়ে বললেন, জিম্বাবুয়ান হার্ড হিটার ম্যালকম ওয়ালার। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই সফরকারী মিডল অর্ডার ব্যাটসম্যান।


 
শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়ালার বলেন, ‘আসলে এই উইকেটে জিততে হলে কমপক্ষে ১৬০-১৬৫ রানের প্রয়োজন। যা আমরা করতে পারিনি। এছাড়া আজকের ম্যাচে উইকেটের অবস্থাও ওয়ানডের মতো ব্যাটিং বান্ধব ছিলো না, থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ’
 
এদিকে, ওয়ানডেতে তিন ম্যাচেই বাংলাদেশের কাছে ৩-০ তে সিরিজ হেরে যাওয়ায় এই ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে দলের জন্য গুরুত্বপুর্ণ ছিল বলেও বিশ্বাস করেন ম্যালকম। তবে, টাইগারদের বিপক্ষে জয় পেতে হলে দলীয় রানের ভান্ডার আরও সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই, মত দিলেন তিনি।
 
জিম্বাবুয়ান ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারে টাইগার লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনের আঘাতে একই ওভারে জংওয়ে ও মাদজিভার উইকেট হারিয়ে জিম্বাবুয়ে বেশ বিপাকেই পড়েছিল। ‘একই ওভারে ওই ২টি উইকেট না হারালে আমাদের সংগ্রহ আরও বাড়তো’ যোগ করেন ওয়ালার।
 
তবে, একের পর এক হারের ভারে নুইয়ে পড়া দলটি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চাইছে।
 
উল্লেখ্য, বাংলাদেশের কাছে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ৩-০ তে হারের পর দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ৪ উইকেটে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে থাকলো সফরকারী জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে রোববার বিকেল ৫টায় মাশরাফিদের মুখোমুখি হবে চিগুম্বুরা বাহিনী।
 
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।