ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না: মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সহজ জয় কাম্য ছিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। বোলাররা যেখানে ১৩১ রানেই আটকে দিয়েছে জিম্বাবুইয়ানদের, সেখানে এটা তো সামন্যই চাওয়া।

কিন্তু সেটি আর হলো কই! সহজ ম্যাচ কঠিন করে জিতেছে টাইগাররা।
 
পাওয়ার প্লে’র ৬ ওভার দারুণভাবে কাজেও লাগানো হলো। দুই উইকেট হারিয়ে এলো ৪৭ রান। তবে, তাড়াহুড়ো করতে গিয়ে ৮০ রান তুলতেই সাজঘরে স্বাগতিকদের পাঁচ ব্যাটসম্যান। একটা হোঁচটের পর মাহমুদউল্লাহ ও মাশরাফির দৃঢ়তায় চার উইকেট হাতে রেখে জয় টাইগারদের।
 
জয় পেলেও টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, পাওয়ার প্লে’র পর ওই তাড়াহুড়োর কোনো প্রয়োজনই ছিল না, ‘১৩২ রান অতিক্রম করতে গিয়ে নিশ্চয়ই এভাবে ব্যাটিং চাইনি। আরেকটু স্বাভাবিক ব্যাটিং করলে হয়তো সহজেই জিততে পারতাম। খুব তাড়াহুড়ো করছিলাম আমরা। তারপরও আমাদের কাছে জয়টা খুব গুরুত্বপূর্ণ। ৬ ওভারে ৪৭ এর মতো রান করেছি; ৫০ এর কাছাকাছি। তারপর কিন্ত আর তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না, যেটা আমরা করেছি। ’
 
মাশরাফির বিশ্বাস প্রথম টি-টোয়েন্টির ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে তার প্রতিফলন ঘটাবে দলের ব্যাটসম্যানরা, ‘আমরা এ রকম চাইনি। তবে পরের ম্যাচে ‍সুযোগ আছে। আশা করি সবাই সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলবে। ’
 
রোববার (১৫ নভেম্বর) দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে টাইগারদের বিপক্ষে লড়বে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।