ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগার যুবাদের সিরিজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
টাইগার যুবাদের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাত উইকেটের বড় ব্যবধানে জয় পায় মেহেদি হাসান মিরাজের দল।

শনিবার চট্টগ্রামের সফরকারীদের দেওয়া ৮৫ রানের লক্ষ্যমাত্রা ১৫.৫ ওভারেই অতিক্রম করে টাইগার যুবারা।   

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের যুবারা আরিফুল ইসলামের বোলিং তোপে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়।   সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন জারমি অ্যাভিস। আরিফুল ইসলাম চারটি ও সঞ্জিত সাহা নেন দুটি উইকেট।

৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন জাকির হাসান। এছাড়া নাজমুল হোসেন শান্ত অপরাজিত ২১, সাইফ হাসান ১৭ ও পিনাক ঘোষ ১২ রান করেন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মাতিমগুমো ও ব্লেসিং মুভাটা একটি করে উইকেট নেন। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচটি আগামী সোমবার (১৬ নভেম্বর) সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।