ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে নারী দলের ঢাকা পৌঁছাতে বিলম্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
জিম্বাবুয়ে নারী দলের ঢাকা পৌঁছাতে বিলম্ব

ঢাকা: ফ্লাইট জটিলতার কারণে শনিবার ঢাকায় পৌঁছাতে পারেনি জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের সদস্যরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার ইকে- ৫৮৬ ফ্লাইটে বিকাল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল দলটির।



জিম্বাবুয়ে নারী দল কখন ঢাকা এসে পোঁছাবে সে বিয়টি নিশ্চিত করে বলতে পারেনি বিসিবি‘র সংশ্লিষ্ট বিভাগ।
 
জিম্বাবুয়ে নারী দলের শনিবার ঢাকায় এসে রোববার কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। আগামী ১৭ ও ১৯ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা সফরকারী দলটির।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।