ঢাকা: অল স্টার সিরিজের শেষ ম্যাচেও শচীন ব্ল্যাস্টার্সকে হারাল ওয়ার্ন ওয়ারিওর্স। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার উইকেটের জয় পায় ওয়ারিওর্স।
লস অ্যাঞ্জেলসের ডটগার বেসবল স্টেডিয়ামে বড় টার্গেটে খেলতে নেমে দলীয় শূন্য রানেই উইকেট খোয়ায় ওয়ারিওর্স। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের বলে বোল্ড হন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে ক্যালিসের সর্বোচ্চ ৪৯ ও রিকি পন্টিং (৪৩) আর কুমার সাঙ্গাকারার (৪২) দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় দলটি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেন ভারতীয় দুই ওপেনার শেওয়াগ ও অধিনায়ক শচীন টেন্ডুলকার। শচীন করেন সর্বোচ্চ ৫৬ রান। ৫০ রান আসে আরেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির ব্যাট থেকে। পরে নির্ধারিত ওভার শেষে দলটি পাঁচ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ওয়ারিওর্সের হয়ে নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি তিনটি উইকেট নেন।
বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই সিরিজের আয়োজন করেন শচীন ও ওয়ার্ন। এ সিরিজের সবকটি ম্যাচই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এমএমএস