ঢাকা: ব্রিসবেনের হতাশা ভুলে পার্থ টেস্টে সমানতালে লড়ছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৫৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ছয় উইকেটে ৫১০ রান।
স্কোর: অস্ট্রেলিয়া - ৫৫৯/৯ ডিক্লে.
নিউজিল্যান্ড – ৫১০/৬
এর আগে ব্রিসবেনে অনুষ্ঠিত তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অজিদের অলরাউন্ড নৈপুণ্যের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে ম্যাককালাম-টেইলররা। ২০৮ রানের বিশাল ব্যবধানে হার মানে ব্ল্যাক ক্যাপসরা।
রোববার (১৫ নভেম্বর) আগের দিনের করা দুই উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ও রস টেইলর দু’জনই শতক হাঁকান। দলীয় ৩৫২ রানের মাথায় উইলিয়ামসনকে (১৬৬) জনসনের ক্যাচে পরিণত করেন হ্যাজেলউড। তৃতীয় উইকেট জুটিতে এ দু’জনের ব্যাট থেকে আসে ২৬৫ রান। যা অজিদের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
সাবলীল ব্যাটিংয়ে অজি বোলারদের কেবল হতাশাই উপহার দেন টেইলর। তৃতীয় দিনের খেলা শেষে ২৩৫ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে অজিদের বিপক্ষে কোনো কিউই ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে কেউ ডাবল সেঞ্চুরিও করতে পারেনি। ১৯৮৫ সালে ব্রিসবেনে মার্টিন ক্রো ১৮৮ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছিলেন। দীর্ঘ ত্রিশ বছর পর টেইলরের ব্যাটে রেকর্ডটি ভাঙল।
চতুর্থ দিনে টেইলরের সঙ্গে অপর প্রান্তে ব্যাটিংয়ে নামবেন ডগ ব্রেসওয়েল (১২ অপা.)
স্বাগতিকদের হয়ে দু’টি উইকেট লাভ করেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, মিচেল জনসন, নাথান লিওন ও মিচেল মার্শ।
** টেস্টের গতিদানব স্টার্ক
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএম