ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচেও দর্শকে ঠাসা গ্যালারি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
শেষ ম্যাচেও দর্শকে ঠাসা গ্যালারি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোক ঢাকা কী চট্টগ্রাম অথবা সিলেট; লাল-সবুজের এ দেশে ক্রিকেটের আন্তর্জাতিক কোন ম্যাচ মানেই মাঠে দর্শকদের উপচে পড়া ভীড়। বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চলতি সিরিজেও তার ব্যতিক্রম হলো না।



জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে শুরু করে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত মাঠে দর্শকের কমতি ছিল না। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও। তবে অন্যান্য ম্যাচগুলোর তুলনায় এ ম্যাচে দর্শকসংখ্যা অনেক বেশি। পুরো স্টেডিয়ামই দর্শকে পরিপূর্ণ।

মাঠের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম প্রতিটি গ্যালারিতেই যেন পা ফেলার জায়গাটুকুও নেই। এমনকি, ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডও দর্শকে ঠাসা। শুধু তাই নয়, স্টেডিয়ামের পাশের বাড়িগুলোর ছাদ থেকেও যে যেভাবে পারছেন খেলা দেখার চেষ্টা করছেন।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে এভাবেই দর্শকরা মাঠে ভীড় করেছেন। এসেছেন টাইগারদের আরেকটি জয়ের স্বাক্ষী হতে।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে টিকিট হাতে লাইনে অপেক্ষমান কয়েকজন দর্শককে জিজ্ঞেস করা হলো, বাংলাদেশ তো ওয়ানডে সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে। প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। আজ আর কী অপেক্ষা করছে? উত্তরে তারা জানালেন, ‘ওয়ানডেতে টাইগাররা জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে সেটা দেখেছি। এবার চিগুম্বুরাদের মাশরাফিরা টি- টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করবে সেটাই দেখতে এসেছি। এমন দিন তো আর প্রতিদিন আসে না। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘন্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।